চতুর্থ বর্ষ-প্রথম সংখ্যা-সাক্ষাৎকার
যুক্তি-তক্কো-গপ্পো- ঋত্বিক ঘটকের– মন।মনন।দর্শন। ঋত্বিক ঘটকের সঙ্গে কাল্পনিক আলাপচারিতায় তরুণ ছাত্র দেবার্ঘ্য দাস। [তরুণ যুবক। চোখে একরাশ স্বপ্ন- একদিন তার লেখা, সিনেমা সমাজের মোড় ঘুড়িয়ে দেবে। সিগারেট ধরিয়ে মদের দোকান থেকে একটা দিশি বোতল কিনে সেই চাতালেই বসে মদ গিলতে থাকে। কখন যে নেশায় বুঁদ হয়ে গেছে টের পায়নি।… …একটি পুরনো ঘর, অর্ধেক-বন্ধ জানালা। বাইরে…