তৃতীয় বর্ষ ✦ প্রথম সংখ্যা✦ অনুবাদ
ফেডেরিকো গার্সিয়া লোরকার দুটি কবিতা ভাষান্তরঃ ভাস্বতী গোস্বামী১ ছোট্টো বোবা ছেলেটা ছোট্টো ছেলেটা তার কণ্ঠ খুঁজছিলো (সে আছে ঝিঁঝিঁপোকার রাজার কাছে) একফোঁটা জলের ভিতর ছেলেটা তার স্বর খুঁজছিলো কথা বলার জন্য আমার কণ্ঠস্বর চাই না আসলে আমি একটা আংটি বানাবো যাতে ও কড়ি-আঙুলে পরে নিতে পারে আমার নৈঃশব্দ একফোঁটা জলের…