দ্বিতীয় বর্ষ ✦ দ্বিতীয় সংখ্যা ✦ সম্পাদকীয়
সম্পাদকীয়
আশ্বিনের এই মরশুম বরাবরই সুন্দর সময়। অন্য সময়।পুজো আসার প্রাক-মুহূর্তের উত্তেজনা আবেগ মিশে থাকে রন্ধ্রে রন্ধ্রে। যদিও বিগত দুই বছরের অসুখের ঝড়ে অনেক কাছের মানুষ হারিয়ে গেছে, একের পর এক মানুষ যাদের মধ্যে কেউ শিখিয়ে গিয়েছেন বেঁচে থাকা কাকে বলে! অনেকেই এই সময় সাপেক্ষে ছিলেন তরুণ তরতাজা, বুদ্ধি, প্রগতিশীল চিন্তার প্রতিচ্ছবি, অবক্ষয়ের এই স্তুপে জীবনের সুখ খুঁজতে খুঁজতে নিরুদ্দেশের সফরে চলে গিয়েছেন। বেদনাঘন মেঘ থাকলেও আশার হাতছানি সকালের বৃষ্টির মত ই দিয়ে যায় আরও একটু এগিয়ে যাওয়ার রসদ। এই রাজ্য শহর ছাড়িয়ে ও শরতের ফুলের গন্ধ একইভাবে বহমান। যতই থাকুক বিচ্ছিন্নতাবাদী সংস্কৃতি -হিংসা-দ্বেষ-লুট, যতই থাকুক অনাদর তবুও পুজো তো এমনই এক আনন্দের উৎসব যা এক সূরে বাঁধতে চায় সবাইকে।
রোয়াক-ও গুটিগুটি পায়ে হাঁটা ছেড়ে এখন সে আপাত বড়দের পৃথিবীতে প্রবেশ করেছে। ব্লগজিনের খোলস ছাড়িয়ে গায়ে লেগেছে ওয়েবসাইটের পোশাক। অনেকটা সেই ছাত্রজীবন থেকে চাকরি জীবনে প্রবেশের মত। গল্প, কবিতা, গদ্য, আলোচনা, অনুবাদ, আলোকচিত্র নিয়ে সেই আগের রোয়াক নতুন মোড়কে।
হাজার সমস্যা প্রচুর না পাওয়া অদম্য সাহস ও বিশ্বাস এর উপর ভর করেই এতটা পথ হেঁটে এসছি। এবং আপনাদের হাত যদি আমাদের পিঠে ভালোবাসা ভরসা না দিত, আমরা পারবো -এই বিশ্বাস যদি না জোগাতো সেক্ষেত্রে রোয়াক যেভাবে স্বপ্ন দেখছে তা অবশ্যই অনেকটাই কঠিন হয়ে যেত।