তৃতীয় বর্ষ ✦ প্রথম সংখ্যা✦ সম্পাদকীয়
পয়লা বৈশাখের ভালবাসা ও শুভেচ্ছা সবাইকে। বৈঠকি মেজাজে মিষ্টি ও হালখাতা দিয়ে দিন শুরুর সেই মুহূর্তগুলো আজকের ডিজিটাল দুনিয়ায় ‘মেমোরিজ’ হয়ে থেকে গেছে। ক্যালেন্ডারের জন্য বা একটা অতিরিক্ত আইস্ক্রিম ও ঠান্ডা শরবতের লোভে গয়নার দোকান থেকে মিষ্টির দোকান সব জায়গায় হাজির হওয়া। নতুন হালখাতায় সামান্য কিছু বিনিময়ে পাওয়া যেত একরাশ আন্তরিকতা। পরিবর্তন কালের নিয়ম সেখানে এখন শুধুই ভার্চুয়াল রিয়্যালিটি! ১৪৩১ এর থেকে বুঝি হ্যাপি পহেলা বৈশাখের গুরুত্ব রয়েছে। রোয়াকের আড্ডার ঠেকেও নববর্ষের রেশ আসবে সেটাই স্বাভাবিক স্পৃহা! ইংরেজি বছরের সূচনায় রোয়াকও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় হাজির হয়েছিল দুই মলাটে। দীর্ঘ সাত বছর পর ফের ছাপার হরফে নিজেদের সম্পাদনার ফসলকে দেখতে পাওয়া আনন্দের! বইয়ের গুণগত মানের ফিডব্যাক পেয়েছি, সাড়া পেয়েছি যেভাবে সত্যিই আমরা এতটাও আশা করিনি। তবুও ভুল ত্রুটি হয়েই যায় তা শুধরে নিয়ে সামনের দিকে চলার পথে ফের একবার রোয়াকের নতুন ওয়েবজিন পর্ব এসে গেছে। গত বছরের ন্যায় এ বছরেও রোয়াকের তরফ থেকে শর্ট ফিল্মের আয়োজন করা হবে। তার দিন ক্ষণ জানিয়ে দেওয়া হবে। আবার একবার ভোটের সময় এসে গেছে। বলার অপেক্ষা রাখে না দেশ জুড়ে অসিহষ্ণুতা, অরাজকতা, মিথ্যাচার, শাসকের ভণ্ডামি যেভাবে বেড়েছে আমাদের রাজ্যও পিছিয়ে নেই। শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, কাজের বাজার ক্রমশ সংকুচিত, সামাজিক বৈষম্যের পারদ দিনদিন আকাশমুখি। সস্তার বিনোদন এবং রাংতা মোড়া একদিনের আনন্দে ঢেকেছে আমাদের হৃদয়। সন্দেশখালি জ্বলছে, সরকারের মিথ্যাচার এবং কেন্দ্রের মুখ ও মুখোশ আজ কোনও কিছুরই মুখোশ নেই ; শিক্ষানীতি, রেশন বন্টন, অর্থনীতি ইত্যাদি যেন এক শ্রেণির জন্যই বরাদ্দ হতে চলেছে। বাজার দর এবং ক্রয়ক্ষমতার সম্পর্ক ভয়াবহ! এই জ্বলতে থাকা অস্থির সময় ভুলে যেন না যাই আজও উমর খলিদেরা জেলে! ভুলে যেন না যাই বন্দে মাতরম এর একশো পঁচিশ বছর। সাংস্কৃতিক ক্ষরার মধ্যেও ম্যাজিক রিয়েলিজমের গুরু গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ১২৫ তম জন্ম দিন। এই এপ্রিল মাস এলেই মনে পড়ে যায় হেমিংওয়েকে, মনে পড়ে যায় আইনস্টাইনকে চিঠি লিখছেন সত্যেন বোস। কলকাতার শহরে উঁকি দিলে দেখা যাবে নিউ মার্কেট দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে; গুটিসুটি পায়ে ট্রাম চলছে! এই সমস্ত ঐতিহ্য পেরিয়ে এসেছে একশো বছরেরও বেশি সময়কার ইতিহাস। এই সমস্ত ভোলচালের মধ্যেও রোয়াক তার রকের মেজাজেই ধরতে চেয়েছে এই সংখ্যার অভিমুখ। আপনারা যেভাবে রোয়াককে আগলে রেখেছেন তার ধন্যবাদ জানানোর ভাষা নেই কিন্তু আপনাদের পাশে পাওয়া যায় বলেই নতুন নতুন কিছু করার তাগিদ পেয়ে যাই। সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে রোয়াকের সাইটে।
– টিম রোয়াক
ঈশান-গৌরব-দেবার্ঘ্য