তৃতীয় বর্ষ ✦ দ্বিতীয় সংখ্যা✦ সম্পাদকীয়
সম্পাদকীয় :
বলা হয় নাকি ‘কলকাতা আছে কলকাতাতেই’ তাই কি? ২০২৪ মোটেই সুখকর নয় শহরের জন্য। আজাদী অমৃত উৎসব মরশুম চলছে, কিন্তু কোথাও যেন বিষাদের সুর। যেন বোধনের আগেই বিসর্জনের ঢাক বেজে চলেছে। কেউ ভালো নেই। ছাতিমের মাতাল গন্ধে মন আরও বেশি করে দিশেহারা হয়ে যায় বিচারের আশায়। তিলোত্তমা নগরীর বুকে ৮ই আগস্ট ছেড়ে চলে যান শেষ প্রাণপুরুষ যিনি স্বপ্ন দেখিয়েছিলেন চেষ্টা করেছিলেন বাংলাকে আরও একবার উপরের সারিতে নিয়ে আসার। কিন্তু স্বপ্ন সফল হয়নি বুদ্ধবাবুর। সফল হয়নি আমাদেরও; আমরাও বদলের ভ্রমের ইস্তেহারে শহর , গোটা রাজ্যকে পিছিয়ে দিয়েছি কয়েকশো বছর। পরদিন ৯ই আগস্ট ‘সিটি অফ জয়’ নিমেষে রূপান্তরিত হয়ে যায় ‘সিটি অফ টেরর’!! -এ। হাসপাতালে কর্মরত অবস্থায় এক অভয়ার উপরে চলেছে নৃশংস অত্যাচার। দানবীয় অত্যাচার। শিউরে উঠেছে সহনাগরিক, প্রতিবাদে দখল করেছে রাত, বিচারের দাবিতে জন্ম দিয়েছে এক অভূতপূর্ব গণআন্দোলনের।
হাল না ছাড়ার গান ধরেছে জুনিয়র ডাক্তারবাবুরাও। তাদের মেধা, জেদের নাছোড়বান্দা মনোভাব থেকে যে শক্তি জাগ্রত হয়েছে তা ছড়িয়ে পড়েছে আমজনতার মধ্যে- যারা সবসময় যে কোনো ছোট-বড়-মেজো-সেজো ঘটনার পরিপ্রেক্ষিতে ‘ কি আর করা যাবে’- কেই ভবিতব্য বলেই মেনে এসেছে এতকাল।
করাপশন এর থেকে ক্লিশেড শব্দ বোধকরি শেষ ৩০০ বছরে মানব সভ্যতা পায়নি। কিন্তু এই শব্দের উপর ভর করেই পৃথিবীতে উত্থান হয়েছে একের পর এক দানবীয় শক্তির – যাকে আমরা বলি সভ্যতার অগ্রগতি! উন্নয়ন আর উন্নতির শিখরে যত উঠেছি, যত নতুন নতুন আবিষ্কার – ওষুধ থেকে শিল্প, ভাবনা থেকে সৃষ্টি – মানুষ হিসেবে ততধিক হয়েছি মানবচ্যুত! সংবেদনশীল বুদ্ধিমত্তা নিয়ে এখন চারিদিকে হৈচৈ। টিপ অফ দ্য আইস-এর ঝলকে চারিদিকে এমনিতেই তুলকালাম; সেখানে কৃষ্ণ-গহ্বরের ন্যায় মুখ লুকিয়ে রেখে উঁচিয়ে আছে ধ্বংস-নিশান।
ট্রামের বন্ধ হয়ে যাওয়াটাও এই শহরের আরেকটি ঐতিহ্যের দরজা বন্ধ হয়ে যাওয়া; অন্ধকারের দিকে আর এক ধাপ এগিয়ে যাওয়া। । শুধুই স্মৃতি-বিস্মৃতি আর মেমোরি লেন তৈরি করে হেঁটে যাচ্ছি। এই সময়ের স্রোতে আমাদেরও দ্রোহের পথে থাকতে চাওয়ার অভিপ্রায় শান পেয়েছে। সেই দ্রোহের স্ফুলিঙ্গ- রোয়াক। আমরা কৃতজ্ঞ এই সংখ্যায় যারা লেখা পাঠিয়েছেন, কারণ এই বিরোধিতা, বিদ্রোহ পিতৃতন্ত্রের কাঠামো ভেঙ্গে বৃহত্তর সমাজ সংস্কার ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষে উন্নততর মানবিক চেতনার দাবি জানায়, পথ দেখায়।
তাই রোয়াকের উঠোনে এবারের আড্ডা একটু বেশী স্বরগরম- তুলনায় আগের চেয়ে বেশি ধারালো। সময়ের দাবি মেনে তা-ই হওয়ার ছিল।
হেমন্তের এই মরশুমে দুর্গা পুজো পরে বিজয়ার শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা ও ভালবাসার সাথে জুড়ে থাকে বিপ্লবী আশা- ভরসা- আকাঙ্ক্ষা : বিচার পাবে তিলোত্তমা।
~টিম রোয়াক
বিশেষ বিজ্ঞপ্তিঃ রোয়াকের আড্ডায় গল্প, কবিতা ও বিভিন্ন ক্ষেত্রে মতামত ও বক্তব্য লেখকের নিজস্ব।
ওয়েবসাইটের ব্যাকড্রপে অভয়ার ঘটনাকে কেন্দ্র করে যে ছবির-কোলাজ ব্যভহৃত করা হয়েছে তা নেওয়া হয়েছে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে এবং ছবিগুলি আগেও দ্রোহের নানা কর্মসূচীতে ব্যবহার করা হয়েছে।
পড়লাম কিছু।খুব ভালো লেগেছে।সশ্রদ্ধ অভিনন্দন জানাই।সবাই ভালো থাকবেন।