দ্বিতীয় বর্ষ ✦ দ্বিতীয় সংখ্যা ✦ অনুবাদ
আব্বাস কিয়ারোস্তামির কবিতা
ভাষান্তর: শতানীক রায়
[আব্বাস কিয়ারোস্তামি ইরানের তেহরানে জন্মেছিলেন ২২ জুন, ১৯৪০ সালে। মূলত চলচ্চিত্র পরিচালনা করেছেন। প্রথম ছবি ছিল ‘ব্রেড অ্যান্ড অ্যালি’ দৈর্ঘ্যে মাত্র দশ মিনিটের। সাত বছর পরে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘রিপোর্ট’। পরবর্তীকালে নানান কালজয়ী চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি পাশাপাশি ছিলেন একজন কবি। তাঁর কবিতার চিত্রময়তা তাঁর মধ্যেকার চিত্রশিল্পী এবং ভাবুক সত্তার প্রকাশ করে। তাঁর কবিতার নৈঃশব্দ্য ও মিনিমালিস্ট অ্যাপ্রচ কবিতাকে ছবি এবং এক অনন্ত রূপ-অরূপের অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। তাঁর কাব্যগ্রন্থগুলি হল ‘এ উলফ অন ওয়াচ’, ‘ওয়াকিং উইথ দি উয়িন্ড’, ‘উইন্ড অ্যান্ড লিফ’ আর ‘ইন দ্য শ্যাডোজ অব ত্রিজ’। সম্পাদনা করেছেন রূমী, সাদি, নিমা, হাফেজ এবং অন্যান্য কবির কবিতার অনুবাদ সংকলন। এই কুড়িটি কবিতা আমি অনুবাদ করেছি ‘ওয়াকিং উইথ দ্য উইন্ড’ কাব্য সংকলন থেকে।]
হাওয়ার সঙ্গে হাঁটছি
১
একটি সাদা অশ্বশাবক
কুয়াশার ভেতর থেকে উঠে আসে
আর বিলীন হয়
কুয়াশার ভেতর
২
বরফ পড়ে
বরফ পড়ে
বরফ পড়ে।
দিন শেষ হয়।
বরফ পড়ে
রাত।
৩
একজন যাত্রী বরফে পায়ের ছাপ রেখে গেলেন
কোনো একটি কাজে গিয়েছেন।
তিনি কি ফিরবেন?
এ-পথে?
৪
করবখানা
ঢেকে গিয়েছে
বরফে।
শুধুই কি তিনটে কবরে
বরফ গলছে—
তিনটেই মুকুলিত
৫
বরফ এত তাড়াতাড়ি গলে যায়—
এই পায়ের ছাপগুলো জলদিই
মুছে যাবে,
বড়ো হোক আর ছোটো।
৬
পায়রার সাদা
মেঘের সাদায় মুছে গিয়েছে—
একটি বরফসিক্ত দিন।
৭
ড্রামগুলোর বেজে ওঠা
ভীত করে
রাস্তাঘাটেট পপিগুলোকে।
ওরা কি নিজেদের আবার প্রস্ফুটিত করবে?
৮
একশোজন বাধ্য সৈনিক
প্রবেশ করলো ঘেরাটোপের ভেতর।
পূর্ণিমার রাতের প্রথম প্রহরে।
বৈপ্লবিক স্বপ্ন!
৯
একটুখানি বরফ
একটি দীর্ঘ শীতের প্রতীক
এই বসন্তের শুরুতে…
১০
হলুদ বেগুনিময়
বেগুনি বেগুনিময়
একত্রে
আর বিচ্ছিন্নভাবে।
১১
একজন সাদা চুলের মহিলা
লক্ষ রাখছেন চেরিফুলগুলোকে:
‘আমার কি বৃদ্ধাবস্থার বসন্ত এসে গেছে?’
১২
একজন বয়স্ক সন্ন্যাসিনী
উপদেশ দিচ্ছে
অল্পবয়সি সন্ন্যাসিনীদের
চেরি গাছগুলোর মাঝে।
১৩
একদিনের মুরগি-ছানাগুলো
অনুভব করছে
তাদের প্রথম স্নান।
১৪
লক্ষ্যহীনভাবে
বসন্তের মৃদু সূর্যের আলতে
একটি প্রজাপতি আপন তালে ঘুরে চলেছে।
১৫
বসন্তের বাতাসে
ইশকুলের খাতার পাতাগুলো উলটে যাচ্ছে…
শিশুটি ঘুমিয়ে আছে
তার ছোট্ট হাতের ভরে…
১৬
ফুটন্ত কেতলির শব্দ:
বৃদ্ধ এক সন্ন্যাসিনী
একাকী প্রাতঃরাশ করছে।
১৭
সে ওড়ে আর বসে
বসে আর উড়ে যায় আবার—
গঙ্গাফড়িংটি
সেই দিকে যা সে একাই জানে।
১৮
ধূসর এই আকাশের একটা ফাটল দিয়ে
একফোঁটা আলো
পড়ে
বসন্তের প্রথম ফুলের ওপর।
১৯
সহস্র চেরিফুলের মাঝে
মৌমাছিটি
দ্বিধান্বিত হয়।
২০
হাতদুটো কাঁপছে,
তিরটা শক্ত করে ধনুকে আঁটা
ছোড়ার মুহূর্তটা কি
পাখিকে উদ্দেশ্য করে…?
ছবি সূত্র : INTERNET