চতুর্থ বর্ষ-দ্বিতীয় সংখ্যা-কবিতা
কেন হে মৃত্যু, কেন হে জীবনঈশান বন্দ্যোপাধ্যায় অন্ধকারেমৌনতাটি বাড়েখসে পড়ে মৃতের মুকুটরাস্তায় পেরিয়ে যায় পণ্যবাহী উটকে বাজায় স্তব্ধতার এ নীল গ্রামাফোনঅপার্থিব মায়ার কাহনমৌনতাটি বাড়েঅন্ধকারে দিন যায়হাওয়ার পর্দায়প্রেরণাদিবস কবে আসেআশঙ্কা পোষা জন্তুর মত পাশেবসে থাকে, সমাধি-কাব্য এই দু’হাতে নিথরপুড়ে খাক প্রিয়তম ঘরহাওয়ার পর্দায়দিন যায় মেঘজলআছে অবিচলঢেউ ভাঙে মননে, শয্যায়জোনাকির জন্মনাম ডেকে যায়ধারালো ছুরি যেন, গান্ধর্ব উপকথাময়,…