তৃতীয় বর্ষ ✦ প্রথম সংখ্যা✦ কবিতা
সুগন্ধি মিঠু নাথ কর্মকার বাবার উদলা পায়ে ক্লান্তির ধুলো ভেঙে সন্ধ্যা নামলে মা তুলসীতলায় প্রদীপ জ্বালায় উঠোন জুড়ে ঘামের সুগন্ধি মঁ মঁ করে ওঠে। আমরা সম্মোহিত হই। পায়ে পায়ে পৌঁছে যাই বাবার চলৎশক্তির চক্রবূহ্যে তৃতীয় করাপড়া ফিনফিনে হাত পিঠ বেয়ে মাথা ছুঁলেই বটগাছের ঘেরাটোপে এলিয়ে দিই অর্জিত সমস্যার জট মৃদুমন্দ বাতাসে দুলে দুলে পাঠ করি…