দ্বিতীয় বর্ষ ✦ দ্বিতীয় সংখ্যা ✦ গদ্য
উৎসব ঋত্বিকা দাস দুর্গা পুজো যদি কেবলমাত্র দেবীমূর্তির আরাধনায় সীমিত থাকত, তাহলে এত লেখা, এত গান, এত শব্দ খরচ হয়তো হত না। তবে দেশ, বিদেশ, গ্রাম, শহর নির্বিশেষে আপামর বাঙালি কে এক সূত্রে গেঁথে রেখেছে আবেগ। আর এই আবেগের এক বিশাল কেন্দ্রস্থল হল দুর্গোৎসব। আমরা বাঙালিরা কিছুই ফেলে দিতে পারি না। তাই লাখ…